এস,এম,জাহিদুল ইসলাম
ছোট্ট সময় থেকে বই পড়া ও বই সংগ্রহ করে রাখা আমার আলাদা একটি নেশা ছিলো। তাই আমার প্রিয় বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে বই। বই একজন মানুষের সুকুমার বৃত্তি বিকাশের অন্যতম সহায়ক। বই পড়লে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে, স্মৃতিশক্তি উন্নত হয় ও লেখার দক্ষতা বৃদ্ধি পায়। বাঙালি জাতির বিভিন্ন মেলার মধ্যে বই মেলা অন্যতম উৎসবে পরিণত হয়েছে। বইমেলা হচ্ছে বাঙালির প্রাণের মেলা।জ্ঞান ও মেধার দাবি নিয়ে ফেব্রুয়ারি মাসে উদযাপিত হয় একুশের বই মেলা। মেলাটি বাংলা একাডেমি কতৃক আয়োজন করা হয়। বইমেলা হচ্ছে একটি প্রদর্শণী, যেখানে বিভিন্ন ধরণের বই প্রদর্শিত ও বিক্রি করা হয়। গত তিন বছর ধরে একুশে বইমেলা পরিদর্শন করে নিজেকে খুব ভাগ্যবান মনে করি।
গত বছর আমি আর আমার এক বন্ধু মিলে বই মেলায় গিয়েছিলাম। মেলার প্রধান ফটকে প্রবেশ করা মাত্রই নতুন বইয়ের ঘ্রাণে আমার মন ভরে গেলো। প্রথমেই দেখতে পেলাম সকল বয়স এবং শ্রেণীর নারী -পুরুষ ও শিশু সেখানে সমাগম হয়েছে। দোকানে, দোকানে বই দেখছে নতুন বই পড়ছেন আবার কিনে নিয়ে যাচ্ছে। আমি একটি বইয়ের দোকানে গিয়ে আমার প্রিয় কয়েকটি কবিতার বই,৩টি গল্পের বই,২টি উপন্যাসের বই ও ১টি নাটকের বই ক্রয় করলাম। বিকেলে অনেক কবি- লেখক মেলাটি পরিদর্শন করতে এসেছিলেন। কবিগণদের সাথে সাক্ষাৎ করে অনেক ভালো লাগলো। মেলার মূল প্রাঙ্গণে সেমিনার ও বই বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এ ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান অনেককে বইপ্রেমী করে ও জ্ঞানকে প্রসারিত করে। বই মেলা থেকে আমি বেশ কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। আশা করি আপনারা সবাই বই মেলায় অংশগ্রহণ করবেন এ বছরও আমি বই মেলায় যেতে চাচ্ছি ইনশাআল্লাহ।