1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

অমর একুশে বইমেলা

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ৬০ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

এস,এম,জাহিদুল ইসলাম

ছোট্ট সময় থেকে বই পড়া ও বই সংগ্রহ করে রাখা আমার আলাদা একটি নেশা ছিলো। তাই আমার প্রিয় বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে বই। বই একজন মানুষের সুকুমার বৃত্তি বিকাশের অন্যতম সহায়ক। বই পড়লে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে, স্মৃতিশক্তি উন্নত হয় ও লেখার দক্ষতা বৃদ্ধি পায়। বাঙালি জাতির বিভিন্ন মেলার মধ্যে বই মেলা অন্যতম উৎসবে পরিণত হয়েছে। বইমেলা হচ্ছে বাঙালির প্রাণের মেলা।জ্ঞান ও মেধার দাবি নিয়ে ফেব্রুয়ারি মাসে উদযাপিত হয় একুশের বই মেলা। মেলাটি বাংলা একাডেমি কতৃক আয়োজন করা হয়। বইমেলা হচ্ছে একটি প্রদর্শণী, যেখানে বিভিন্ন ধরণের বই প্রদর্শিত ও বিক্রি করা হয়। গত তিন বছর ধরে একুশে বইমেলা পরিদর্শন করে নিজেকে খুব ভাগ্যবান মনে করি।

গত বছর আমি আর আমার এক বন্ধু মিলে বই মেলায় গিয়েছিলাম। মেলার প্রধান ফটকে প্রবেশ করা মাত্রই নতুন বইয়ের ঘ্রাণে আমার মন ভরে গেলো। প্রথমেই দেখতে পেলাম সকল বয়স এবং শ্রেণীর নারী -পুরুষ ও শিশু সেখানে সমাগম হয়েছে। দোকানে, দোকানে বই দেখছে নতুন বই পড়ছেন আবার কিনে নিয়ে যাচ্ছে। আমি একটি বইয়ের দোকানে গিয়ে আমার প্রিয় কয়েকটি কবিতার বই,৩টি গল্পের বই,২টি উপন্যাসের বই ও ১টি নাটকের বই ক্রয় করলাম। বিকেলে অনেক কবি- লেখক মেলাটি পরিদর্শন করতে এসেছিলেন। কবিগণদের সাথে সাক্ষাৎ করে অনেক ভালো লাগলো। মেলার মূল প্রাঙ্গণে সেমিনার ও বই বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এ ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান অনেককে বইপ্রেমী করে ও জ্ঞানকে প্রসারিত করে। বই মেলা থেকে আমি বেশ কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। আশা করি আপনারা সবাই বই মেলায় অংশগ্রহণ করবেন এ বছরও আমি বই মেলায় যেতে চাচ্ছি ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park