1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে- পাণ্ডুলিপি আহবান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

বই মানেই একেকটি স্বপ্ন, একেকটি জীবন-দর্শন। প্রতিটি লেখকই চান তার ভাবনা, তার সৃষ্টিশীলতা ছড়িয়ে পড়ুক পাঠকের হৃদয়ে। কিন্তু অনেক সময় প্রকাশনার নানা প্রতিবন্ধকতা কিংবা আর্থিক সীমাবদ্ধতা সেই স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়ায়। “ইচ্ছাশক্তি প্রকাশনী” সেই স্বপ্নপূরণের একটি নির্ভরযোগ্য সঙ্গী হতে চায়।

 

আমরা বিশ্বাস করি—লেখকই প্রধান। তাই লেখকের সম্মান অক্ষুণ্ন রেখেই আমরা আয়োজন করেছি ২০২৬ সালের জন্য পান্ডুলিপি আহ্বান, যেখানে লেখকের খরচে বই প্রকাশের সুযোগ থাকবে। তবে শুধু বই ছাপালেই হয় না—চাই যত্নবান সম্পাদনা, চোখে পড়ার মতো মুদ্রণ ও নান্দনিক প্রচ্ছদ। আমরা সেই প্রতিশ্রুতি নিয়েই কাজ করি।

 

লেখক স্বপ্ন দেখবেন, আমরা বাস্তবায়নে সহায়ক হবো—এই বিশ্বাস থেকেই “ইচ্ছাশক্তি প্রকাশনী” বরাবরের মতো এবারও আহ্বান জানাচ্ছে: আপনার সেরা পান্ডুলিপিটি পাঠান আমাদের কাছে। আমরা তা যাচাই করব, প্রয়োজনীয় পরামর্শ দেব এবং সর্বোচ্চ যত্ন নিয়ে বইটি প্রকাশ করব।

 

২০২৬ সালে আমরা আরও কিছু নতুন উদ্যোগের কথাও ভাবছি—যেমন বিশেষ থিমভিত্তিক বইমালা, নবীন লেখকদের জন্য আলাদা বিভাগ, প্রচারণায় সহায়তা, ই-বুক সংস্করণ ইত্যাদি। সব মিলিয়ে আমরা চাই একটি শক্তিশালী সাহিত্যভিত্তি গড়ে উঠুক জয়দেবপুর থেকে দেশব্যাপী।

 

“ইচ্ছাশক্তি” মানেই স্বপ্ন, আর সেই স্বপ্নে আমরা আপনাকেও চাই। আপনার কলমে যে আলো জ্বলে ওঠে, সেই আলো ছড়িয়ে পড়ুক শত পাঠকের হৃদয়ে—আমরা আছি আপনার পাশে।

 

— সম্পাদক
ইচ্ছাশক্তি প্রকাশনী
জয়দেবপুর, গাজীপুর-১৭০৭

মোবাইলঃ ০১৯৭৫-২৭৪৬১৪, ০১৫১৬-৩৭৯০৬৪

ই-মেইলঃ ichchashakti22@gmail.com

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park