তোমার আগমনে আজ সবাই আপ্লুত
তুমি ছড়িয়ে দিয়েছো সুয়া চন্দন,
তাই আজ আমাদের সবার হৃদয় থেকে,
তোমাকে জানাই অভিনন্দন।
তুমি আমাদের মাঝে এসে গড়ে দিয়েছো
ভালোবাসার অপার এক বন্ধন,
সেই ভালোবাসা দিয়ে তোমার আগমনকে
আজ সকলে জানাই অভিনন্দন।
তুমি আসাতে ঘোর আঁধারও কেটে গেছে,
ভেদাভেদ হয়ে গেছে খন্ডন,
তোমাকে পেয়ে আমরা যে ধন্য, তুমি গ্রহন
তোমার গ্রহন করো অভিনন্দন।
তোমার পরশে মন হয়েছে সতেজ,
তাই নয়নে ঝরছে সুখে ক্রন্দন,
হৃদয়ের পূর্ণতা সে বড় বিজয়,সাথী
তুমি নাও সবার অভিনন্দন।
তুমি সবার হৃদয়ে স্থান করে নিয়েছো,
তুমি সকলের হৃদয়ের স্পন্দন,
বিজয়ের এ উল্লাশে হৃদয়ের কোটা থেকে
তোমাকে সবার অভিনন্দন।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com