1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান!

প্রতিনিধিঃ আকাশ দাশ সৈকত 

 

কানপুরে ভারতের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগেই সংবাদ সম্মেলনে নিজের টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটের অবসরের ঘোষণা দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

 

দীর্ঘদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিলো আন্তর্জাতিক ক্রিকেট থেকে শিগগিরই অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন সাকিব আল হাসান । এমনকি গত বছর ভারতের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেও সাকিব নিজেই বলেছিলেন বাংলাদেশের জার্সি গায়ে অবসর নেওয়ার সময় এসে গেছে এই বিশ্বসেরা অলরাউন্ডারের । হলোও তাই ভারতের কানপুরে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে জানিয়ে দিলেন নিজের অবসরের কথা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের পর আর বাংলাদেশ জার্সি গায়ে টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠে নামা হয়নি সাকিব আল হাসানের। তাইতো আফগানিস্তানে বিপক্ষে হেরে যাওয়া ম্যাচটাকে সাকিব ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের শেষ ম্যাচ হিসেবে ধরে নিয়েছেন। অন্যদিকে অক্টোবরে ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে শেষবার বাংলাদেশের হয়ে সাদা পোশাকে দেখা যাবে সাকিব আল হাসানকে। তবে টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে নিজের অবসরের কথা জানালেও এখনো ওয়ানডে ক্রিকেটে অবসরের কোন সিদ্ধান্ত নেননি বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সাকিব।

 

অবসরের কথা জানিয়ে আজ সাকিব প্রেস কনফারেন্সে বলেন ‘আমার মনে হয় টি-টোয়েন্টি তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি, মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট’।

 

দেড়যুগের লম্বা ক্যারিয়ারে টি-টোয়েন্টি ফরম্যাটে ১২৯ ম্যাচে ২ হাজার ৫৫১ রান করেছেন সাকিব। ১২১ এর বেশি স্ট্রাইক রেট আর ২৩.১৮ গড় বাংলাদেশের সাপেক্ষে তাকে রাখবে ওপরের দিকেই। বল হাতে এই ফরম্যাটে পুরো বিশ্বে অনেকটা দিন ছিলেন শীর্ষ উইকেটশিকারী। শেষ পর্যন্ত থেমেছেন ১৪৯ উইকেট। বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান (২৫৫১) ও উইকেটের (১৪৯) মালিক তিনি।

 

সাকিবের টেস্ট অভিষেক হয়েছিল ২০০৭ সালে ভারত সিরিজে চট্টগ্রাম টেস্টে। সাদা পোশাকে সাকিব এখন পর্যন্ত ৭০ টেস্ট খেলেছেন। ব্যাট হাতে ৩৮.৩৩ গড়ে করেছেন ৪৬০০ রান। সেঞ্চুরি আছে ৫টি, অর্ধশতক ৩১টি। বাংলাদেশের হয়ে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান সাকিবের। বল হাতে নিয়েছেন ২৪২ উইকেট। তিনিই অন্য দুই সংস্করণের মতন টেস্টেও দেশের সর্বোচ্চ উইকেটশিকারি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park