প্রতিনিধিঃ এস এম জাকারিয়া, চট্টগ্রাম
চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে মারামারির জেরে যুবদল কর্মী মুন্না খুনের ঘটনায় বাদি হয়ে তারই ভগ্নিপতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। উক্ত মামলার প্রেক্ষিতে পৌরসভা যুবদলের আহ্বায়ক, ৫আগস্ট পরবর্তী সময়ে পৌর এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের মূল হোতা কামরুল হোসেন সহ চারজনকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে মীরসরাই থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, মীরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক ও সেদিনের মারামারির দুই দলের এক দলের লিডার কামরুল হাসান (৩৭), মো. নাজমুস সাকিব মারুফ (২২), মো. শাহ আলম (৪৭), মো. আরমান (২৬)। পরে তাদেরকে মুন্নার পরিবার থেকে হওয়া মামলার আসামী দেখিয়ে চালান করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত সোমবার রাতে মীরসরাইয়ের কলেজ রোডের বিপরীতে ওভার ব্রীজের নিচে মীরসরাই বিএনপির জাহিদ গ্রুপ ও কামরুল গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় মুন্না নিহত ও অপর প্রায় ১০জন আহত হয়। আহতদের একজন এখনো চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।