1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

অনুষ্ঠিত হলো- শিশুশ্রম, বাল্যবিবাহ, ক্ষুধা ও অপুষ্টি এবং প্লাস্টিক/পরিবেশ দূষণমুক্ত কিশোরগঞ্জ উপজেলা গঠনে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৩৭ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি>> সাদেকুল ইসলাম, কিশোরগঞ্জ, নীলফামারীঃ

 

অদ্য ২৯ জানুয়ারি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপির সহযোগিতায়,কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘শিশুশ্রম, বাল্যবিবাহ, ক্ষুধা ও অপুষ্টি এবং প্লাস্টিক/পরিবেশ দূষণমুক্ত কিশোরগঞ্জ উপজেলা গঠনে মতবিনিময় সভা। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব মোসুমী হক। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপির ম্যানেজার জনাব সাগর ডি কস্তার চমৎকার উপস্থাপনায় ৫টি শুণ্য(শুণ্য শিশুশ্রম,শূণ্য বাল্যবিবাহ,শুণ্য ক্ষুধার্ত শিশু,শুণ্য অপুষ্টি শিশু ও শুণ্য প্লাস্টিক/পরিবেশ দূষণ) নিয়ে টেকসই ও গঠনমূলক বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এসিও সিনিয়র ম্যানেজার জনাব অনুকূল চন্দ্র বর্মন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীল রতন দেব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আসরাফ-উজ-জামান সরকার, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ হেফাজুল ইসলাম, কিশোরগঞ্জ হোটেল মালিক সমিতির সভাপতি মোঃ মানিক হোসেন, এবং দক্ষিন রাজিব গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ আলতানুর রহমান। উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, ব্র‍্যাক এনজিও এরিয়া ম্যানেজার,আরডিআরএস প্রতিনিধি সহ বিভিন্ন এনজিও কর্মকর্তা,এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

 

এসময়ে উপস্থিত ছিলেন রাসেল নামের শিশুশ্রমের জড়িয়ে পরা ১৩ বছরের এক শিশু। রাসেল জানায়, তার বাবা রাসেলের ভাই-বোন ও মাকে রেখে অন্যজন কে বিয়ে করে অন্যত্রে চলে যায়। ফলে পরিবারের বড় সন্তান হিসেবে সব দায়-দায়িত্ব পরে তার উপর। সেজন্য সে একটা কাপড়ের দোকানে দৈনিক ১৮০ টাকা পারিশ্রমিকে কাজে নিযুক্ত হয়। রাসেল স্বপ্ন দেখে নিজে পড়াশোনা করবে এবং ছোট ভাইবোনকেও পড়ালেখা করাবে,কিন্তু অভাবের কারণে সেটা সম্ভব হচ্ছেনা। তার এই বাস্তবিক করুন ইতিহাস শুনে উপস্থিত সকলেই হতবাক ও মর্মাহত হয়ে যান। সবশেষে উক্ত সভার প্রধান অতিথি জনাব মৌসুমী হক সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।বক্তব্যের শুরুতেই তিনি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি শিশুশ্রম বন্ধ করার জন্য অভিভাবকদের সাথে কাউন্সিলিংয়ের পরামর্শ দেন, এবং শিশু রাসেল ও তার ২ভাই-বোনের  পড়াশোনার দায়িত্ব সরকারি ভাবে উপজেলা প্রশাসনকে প্রদান করেন। সেই সাথে রাসেলের পরিবারকে স্বাবলম্বী করে তুলতে ওয়ার্ল্ড ভিশন সহ সংশ্লিষ্ট এনজিওর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানান। বাল্যবিবাহ বন্ধ নিয়ে তিনি ইমামদের অনুরোধ জানান তারা যেন প্রতি শুক্রবার খুৎবার পূর্বে মুসল্লিদের সচেতনতামূলক আলোচনা করেন,এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীদের মাঝে বাল্যবিবাহের কুফল তুলে ধরা,সচেতনতা বৃদ্ধি করা ও শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে অনুপস্থিতির কারন মনিটরিং করার আহ্বান জানা। প্লাস্টিক দূষণমুক্ত পরিবেশ গঠনের লক্ষ্যে তিনি কিশোরগঞ্জ বাজার সহ উক্ত উপজেলার আওতায় বড় বড় বাজার গুলোতে ডাম্পিং ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

 

সর্বপরি তিনি সরকারের পাশাপাশি এনজিও  ও দায়িত্বশীল ব্যক্তিদের  এগিয়ে আসার এবং জন সচেতনতা বৃদ্ধির অনুরোধ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park