————–উৎসর্গ————–
আমার প্রিয় মা ও বাবা
তোমাদের নিঃস্বার্থ ভালোবাসা, অসীম ধৈর্য, এবং ত্যাগের মাধ্যমে তোমরা আমাকে মানুষ করেছো। জীবনের প্রতিটি পদক্ষেপে তোমাদের নিরন্তর সমর্থন ও অনুপ্রেরণা আমাকে শক্তি জুগিয়েছে। তোমাদের কাছ থেকে পাওয়া প্রতিটি শিক্ষা, প্রতিটি উপদেশ আমার জীবনের আলো। তোমাদের মতো বাবা-মা পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। তোমাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা কোনো শব্দে প্রকাশ করা সম্ভব নয়। সারাজীবন তোমাদের ছায়ায় থাকতে চাই; অসীম ভালোবাসায়।
একই সাথে উৎসর্গ করলাম; অজানা প্রান্তর কাব্যগ্রন্থে
অংশগ্রহণকৃত সকল কবি/লেখকদের এবং পাঠকে।